সম্প্রতি সাজেদ খানের বিরুদ্ধে মুখ খুললেন সালোনি চোপড়া ।সাজিদ খানে তার অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন একসময়। এবং সালোনি বর্তমানে একজন অভিনেত্রী। তার দাবি সাজিদের সঙ্গে কাজ করার সময় তিনি নাকি সালোনিকে নিজের যৌনাঙ্গ বের করে দেখাতেন। শুধু তাই নয় তাঁর পর্ণ ভিডিও কালেকশনও দেখাতেন তিনি সালোনিকে। মাঝে মাঝে মহিলা সাংবাদিকদেরও হেনস্থা করতেন সাজিদ খান। বলিউডের এক বিখ্যাত সাংবাদিক বিনোদন সাংবাদিক বলেছেন তিনি সোফাই বসে নিজের পেনিস প্যান্টের বাইরে বের করেই ইন্টারভিউ দিয়েছিলেন।এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল নেমে আসে বলিউডে।
সম্প্রতি সাজেদ খানের বিরুদ্ধে মুখ খুললেন সালোনি চোপড়া
শুক্রবার,১২/১০/২০১৮
1356
বাংলা এক্সপ্রেস---