পাথর্ক্য


শুক্রবার,১২/১০/২০১৮
6465

সংহিতা---

পাথর্ক্য

তোমার কাছে আকাশ অনেক বড়
আমারতো চাই এক চিলতে শুধুই,
তোমার কাছে সবুজ ঘেরা পাহাড়
ব্যলকনিতে আমার পাতা বাহার।
গোধুলি বেলায় ঘরে ফেরার টানে,
পাখিদের ঐ কিচিরমিচির ডাক
তোমারো মন চায়কি শুধুই আমার?
মন পেরিয়ে শরীর ঘেরা ঝোক!
আমারতো চাই স্নিগ্ধ সেই তোমায়,
শরীরে নয় মনের গহন কোনে।
তোমার সুখটা প্রশস্ত মাঠ যেন
আমার সুখের ছোট্ট চিলেকোঠা
কি হবে সেই মস্ত বড় পালের,
জীবনতো সেই ছোট্ট নদীর মত।
তোমার সুখের হদিশ খুজে পেতেই,
আমার আমায় হারিয়ে ফেলি শত…

সংহিতা

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট