গতকাল রাতে চন্দননগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তিন দুস্কৃতি কে গ্রেফতার করে চন্দননগর রানী ঘাটের কাছ থেকে। বাপন মন্ডল ওরফে রাজা(২৫),বাড়ী চন্দননগর লিচুপট্টি। শেখ নাসিরউদ্দিন (৩৪) বাড়ি নৌহাটি। প্রণবেশ দে(৩৭),বাড়ি সাবিনাড়া চন্দননগর। এদের কাছে মোটা ৪০ রাউন্ড গুলি পাওয়া গেছে।এদের তিন জনের ভিতর নাসিরউদ্দিন এর মাধ্যমে আগ্নেয়াস্ত্র সাপ্লাইয়ের কারবার চলতো।প্রনোবেশ ও রাজু নাসিরউদ্দিন কাছ থেকে আগ্নেয়াস্ত্রের লুজ মেটিরিয়াল নিয়ে ফিটিং করে তা বিক্রি করা হতো।
কারণ এই দুই জনের বাড়িতে আগ্নেয়াস্ত্র তৈরি করার মাল পাওয়া গেছে বলেই জানা যাচ্ছে।আজ এদের চন্দননগর কোটে তোলা হবে এবং পুলিশ তাদের রিমাইন্ডে নেবে তদন্তের জন্য।
https://youtu.be/cwY9rza3RQA