কলকাতা: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিল দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার একটি বৃহৎ অংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। অবশেষে মাত্র ৩৮ দিনের মাথায় চালু হয়ে গেল বিকল্প বেইলি ব্রিজ। শুক্রবার সকালে এই নতুন ব্রিজটি পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, এত কম সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন হয়েছে। সরকার কমিটমেন্ট রেখেছে। এই সরকারের পক্ষেই এটা সম্ভব। পুজোর মুখে ব্রিজটি চালু করতে পারায় যানজট থেকে রক্ষা পাবেন সাধারণ মানুষ।