কলকাতা: ভোটার তালিকা সংশোধন, সংজোন ও পরিমার্জনের কাজ চলছে। উৎসবের মরসুমে এই কাজ চলায় বহু মানুষই অংশগ্রহন করতে পারছে না বলে মনে করে রাজ্য বামফ্রন্ট। আর তাই এই প্রক্রিয়া শুরুর প্রথম থেকেই অতিরিক্ত দিন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেনন বাম নেতারা। বৃহস্পতিবার রবীন দেবের নেতৃত্বে বামফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন দফতরে গিয়ে ফের একই দাবি জানান। কমিশনের তরফ থেকে দিন বাড়ানোর আবেদনে সম্মত হয়েছে বলে এদিন সাংবাদিকদের জানান সিপিএম নেতা রবীন দেব।
ভোটার তালিকা সংশোধনের কাজ যাতে ত্রুটিমুক্ত হয় সেই দাবি বামেদের পক্ষ থেকে জানানো হয়েছে। রবীন দেবরা দাবি জানিয়েছেন প্রত্যেকটা ভোটারের নাম যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় তা নিশ্চিত করতে হবে কমিশনকে।