১০৭ বছরের এই নাপিত তার হাতের ছোঁয়ায় আজ বিশ্বখ্যাত


শুক্রবার,১২/১০/২০১৮
3518

বাংলা এক্সপ্রেস---

২০০৭ সালে বিশ্বের প্রবীণতম নাপিতের খেতাব পেয়েছিলেন অ্যান্টোনি ম্যানচিনেলি । ৯৬ বছর বয়সে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছিল।নিউ ইয়র্কের এই নাপিতের ১০৭ বছর বয়সেও এক্কেবারে সাবলীল তাঁর হাত। আগের মতোই নিয়মিত সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চুল কাটেন খদ্দেরদের।   হাল ফ্যাশানের ছাঁট তিনি এত দ্রুত আর এত ভাল কাটতে পারেন যে বোঝায় যায় না তাঁর বয়স ১০৭। মজার কথা হল হালের ফ্যাশন ট্রেন্ড তিনি এই বয়সে এসেও রপ্ত করে ফেলেছেন। তাই তাঁর বাঁধা খদ্দেরদের মধ্যে রয়েছে বেশ কিছু একালের ছেলে মেয়েও।

অ্যান্টোনি সেই ১১ বছর বয়স থেকে চুল কাটছেন। ৯৬ বছরের অভিজ্ঞতা শেষ বয়সে এসে ভালই কাজে দিচ্ছে। তাঁরই এক খদ্দের জানাচ্ছেন, “আমি অ্যান্টোনি ছাড়া অন্য কাউকে আমার চুলে হাত লাগাতে দিই না। এত নিখুঁতভাবে চুল কাটেন যে বুঝতেই পারি না। মজার ব্যাপার হল উনি খুব দ্রুত কাজ করেন। ২০ বছরের ছেলেরাও ওঁর মতো গতিতে চুল কাটাতে পারে না।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট