শ্রীরামপুরে নার্সিংহোমে রুগি মৃত্যু , জোর করে আটকে রেখে ভুল চিকিৎসার অভিযোগ


বৃহস্পতিবার,১১/১০/২০১৮
831

সুমন করাতি---

হুগলী: শ্রীরামপুরে নার্সিংহোমে রুগি মৃত্যু উত্তেজনা। জোর করে আটকে রেখে ভুল চিকিৎসার অভিযোগ। গত ৭ই অক্টোবর শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভর্তি হন শ্রীরামপুর গোয়ালাপাড়ার সুদীপ সাহা(৫৫)।পরদিনই কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে বাড়ির লোক ছুটি করিয়ে নিয়ে যেতে চায়।নার্সিংহোম জানায় রুগি নিয়ে যেতে হলে বন্ড দিতে হবে। বন্ড দিয়েই সুদীপ বাবুকে ছারিয়ে নিয়ে যেতে রাজি হয় তার পরিবার। অভিযোগ আরো দুদিন অবজারভেশানে রাখতে হবে বলে নার্সিংহোম জোর করে আটকে রাখে। দিন দুয়েক আগে অবস্থার অবনতি হয়েছে বলে ভেন্টিলেশানে রাখা হয় রুগিকে। আজ বেলা বারোটা নাগাদ মৃত্যু হয় সুদীপ সাহার।

এর পরেই উত্তেজনা ছরায় নার্সিংহোমে।মৃতের পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির। বানিজ্যিক উদ্যেশ্য নিয়ে আটকে রাখায় এই মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম।চিকিৎসা সঠিক ছিল কিনা জানতে প্রয়োজনে মৃত দেহের ময়না তদন্ত করা যেতে পারে। পরিস্থিতি সামলাতে নার্সিংহোমে হাজির হয় শ্রীরামপুর থানার পুলিশ।

https://youtu.be/zpiyhDFts74

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট