পশ্চিম মেদিনীপুর:- গোয়ালতোড়ের গোল্ডেন ক্লাবের উদ্দ্যোগে এবং এলাকাবাসীর সহায়তায় আজ মা দুর্গার একটি সুউচ্চ ও সুরম্য মন্দিরের শুভভ দ্বারোদঘাটন হল সাড়ম্বরে। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত এই মন্দিরের কাজ আজ থেকে বছর তিনেক আগেই শুরু করেছিলেন ক্লাবের সদস্যরা। আজ তার বাস্তবে রুপদান হল। এই উপলক্ষে নানান কর্মসূচীর আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়ালতোড় পরিক্রমা করে। পাশাপাশি ইস্কনের বিদেশীনি কৃষ্ণভক্ত দের নিয়ে নগর পরিক্রমাও করা হয়। আগামী কাল নরনারায়ন সেবার আয়োজন করা হয়েছে। এই মন্দির প্রতিষ্ঠা কে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।
গোয়ালতোড়ের গোল্ডেন ক্লাবের উদ্দ্যোগে এলাকাবাসীর সহায়তায় মা দুর্গার মন্দিরের শুভ দ্বারোদঘাটন
বৃহস্পতিবার,১১/১০/২০১৮
650
বাংলা এক্সপ্রেস ---