পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির লক্ষণপুরে সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বৃহদাকার এই সাপটি এলাকার বেশকিছু হাস কে কামড় দেয়। তা দেখে স্থানীয়রা আতঙ্কে সাপটিকে মেরে ফেলে। স্থানীয়দের কারো বক্তব্য এটি পাইথন বা অজগর বা অন্য প্রজাতির এই সাপ। খবর দেওয়া হয়েছে বনদপ্তর এ। বনদপ্তর এর লোকেরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।বনদপ্তর সুত্রের খবর, সাপটি ৭ ফুটের পাইথন। আতন্কেই সাপটিকে মেরে ফেলা হয়েছে। সাপটির ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে বনদপ্তর।
শালবনির লক্ষনপুরে আতঙ্কে মেরে ফেলা হলো পাইথন
বৃহস্পতিবার,১১/১০/২০১৮
506
বাংলা এক্সপ্রেস ---