ভাঙড়: ভাঙ্গড়ের শানপুকুর অঞ্চলের ,সনপুরে চলল সাফাই অভিযান ।এলাকার সার্বিক উন্নয়ন,ডেঙ্গু প্রতিরোধ, এবং গরিব,অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কে মাথায় নিয়ে আরাবুল ইসলামের হাত ধরে রাজনৈতিক নেতা হিসাবে মানুষের পাশে দাঁড়াবে এই চিন্তা ধারা নিয়ে আজ সাফাই অভিযান এ সেলিম মোল্লা সহ তৃণমূল পার্টি কর্মীরা। তিনি আরো জানিয়েছেন যে আগামী দিনে এখানেই নাকি তৈরি হবে নবনির্মিত কাশিপুর থানা ।
ভাঙড় শানপুকুর অঞ্চলের সোনপুরে সাফাই অভিযান
মঙ্গলবার,০৯/১০/২০১৮
914
বাংলা এক্সপ্রেস---