পশ্চিম মেদিনীপুর:– এবার গ্রামের রাস্তায় নিয়মিত পুলিশি টহল৷ মোবাইল ভ্যানে বা বাইক চালিয়ে এলাকায় টহল দিতে দেখা যাচ্ছে দাসপুর থানার পুলিশ কর্মীদের৷ পুজোর আগে কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনের এই উদ্যোগ৷ ওই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন দাসপুরের মানুষ৷ চাঁইপাট, সোনাখালী,গৌরা, বকুলতলা সহ দাসপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চলছে এই টহল অভিযান৷ উল্লেখ্য, ফোন ও গলার হার ছিনতাই, স্কুলছাত্রীদের হিপ্টিজিং এর মতো এমন বেশ কয়েকটি ঘটনা গত কয়েক মাসে শোনা গিয়েছিল৷ ঘটনাগুলির সত্যতা যাই হোক, কোন ভাবেই তা সহজ ভাবে নিচ্ছেনা পুলিশ প্রশাসন তা এই উদ্যোগই প্রমান করছে৷
পুজোর আগে বাড়তি সতর্ক পুলিশ প্রশাসন
মঙ্গলবার,০৯/১০/২০১৮
432
বাংলা এক্সপ্রেস---