কলকাতা: হিন্দুস্তান পার্কের দুর্গাপুজোর আসলে দেখা যাবে সার্কাসের বিভিন্ন চরিত্রদের। বিভিন্ন পোশাকে জোকারদের দাপাদাপি! না, বাস্তবের সার্কাসের কলাকুশলী নন ওঁরা, সবই মডেল। গোটা মন্ডপে যেন সার্কাসের শো চলছে। দর্শনার্থীরা আনন্দ পাবে বলেই বিশ্বাস পুজোর কর্মকর্তাদের সঙ্গে।
হিন্দস্তান পার্কে এবার সার্কাস
মঙ্গলবার,০৯/১০/২০১৮
668
বাংলা এক্সপ্রেস---