কলকাতা: আজ হারিয়ে গিয়েছে অনেক কিছুই। পাট শিল্প ধুঁকছে। পাটজাত দ্রব্য প্রায় অবলুপ্তির দোড়গোড়ায় দাঁড়িয়ে। আর দেখা যায় না ঢেঁকি। পালকিও উঠে গিয়েছে। এই প্রযুক্তির যুগে প্রয়োজন ফুরিয়েছে কলের গানের। ছোট একটি বাতিল টায়ারকে গাড়ি বানিয়ে লাঠিয়ে ছোটানো কিংবা শুকনো সুপারি পাতার ওপর বসে গাড়ি সাজিয়ে অন্য কেউ ছুটিয়ে আনা – এসব আজ অতীত। সেই সব হারিয়ে যাওয়া জিনিসই ফুটে উঠেছে যোধপুর পার্ক শারদীয়া দুর্গোৎসবের পুজো মন্ডপে।
যোধপুর পার্ক শারদীয়া দুর্গোৎসবে উঠে এসেছে হারিয়ে যাওয়া ঐতিহ্য
মঙ্গলবার,০৯/১০/২০১৮
654
বাংলা এক্সপ্রেস---