বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট করছে হাতির দল,মাথায় হাত গ্রামবাসীদের


সোমবার,০৮/১০/২০১৮
570

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- ফের দলমার দাঁতালের হামলায় অতিষ্ঠ গ্রামবাসীরা। জমিনের ফসল তোলার আগে ধান জমিরফসল একেবারে তছনছ করে দিলদাঁতালের দল৷ নয়াগ্রাম দিক থেকে আসা প্রায় ২০ থেকে ২৫ টি দলমার দাঁতালের দল চাঁদাবিল রেঞ্জ হয়ে সাঁকরাইল রেঞ্জের ধানঘোরি, বাঁকড়া, চুনপাড়া হয়ে কলাইকুন্ডা রেঞ্জে প্রবেশ করে। বর্তমানে দুধকুন্ডী এলাকায় হাতির দলটি অবস্থান করছে। স্থানীয় মানুষজনের অভিযোগ বনদফতরকে বারে বারে হাতি তাড়ানো জন্য বললেও তারা কোনও কর্ণপাত করেননি। উল্লেখ্য গত একমাস আগে দলমার দল একই ভাবে এলাকায় ঢুকে কয়েশো বিঘা জমির ফসল নষ্ট করেছিল বলে স্থানীয়দের অভিযোগ।স্থানীয় গ্রামবাসীর আরো অভিযোগ বনদফতরের পক্ষ থেকে সময় মতো ক্ষতিপূরণের টাকাওপাওয়া যাচ্ছে না।তাই ক্ষোভ বাড়চ্ছে গ্রামবাসীদের মধ্যে। যদিও বনদফতরের বক্তব্য হাতির হানায় যাদের ক্ষয় ক্ষতি হবে, তারা সেইক্ষতিপূরণ পাবে।ক্ষয়ক্ষতির হিসেব করে তা দেওয়া হবে গ্রামবাসীদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট