পশ্চিম মেদিনীপুর:- অনু গল্পের সংকলন সম্মলিত সাহিত্য পত্রিকা অনুরণন দশম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হল বেলদা গঙ্গাধর একাডেমিতে ।এদিন এই উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ।অনুকগল্পের ধরণ, অনুগল্প কিভাবে লেখা যেতে পারে,এবং এই আলোচনা সভায় উপস্থিত এলাকার বিশিষ্ট অনুগল্প কারেরা কয়েকটি অণুগল্প পাঠ করেন।ফিতে কেটে এই পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেলদা গঙ্গাধর একাডেমী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ননীগোপাল সিট মহাশয় ।এছাড়াও এদিন এই অনুষ্ঠানে এলাকার বাছাই করা সেরা অনুগল্প কারদের মধ্য থেকে সাতজনকে স্মারক, পুষ্পস্তবক ও পত্রিকা দিয়ে সংবর্ধিত করা হয় ।এছাড়া এদিন সেরা অনুগল্পের সংকলন সম্বলিত গল্প গ্রন্থ সেরা অনুরণন নামক একটি পত্রিকার ও প্রকাশ করা হয় ।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক সঞ্চালক অসিত বরণ বেরা,সহ-সম্পাদক তথা অসিত বরণ বেরার সহধর্মিনী অঞ্জলী বেরা সহ অন্যান্যরা ।
অনু গল্পের সংকলন সম্মলিত সাহিত্য পত্রিকা অনুরণন দশম বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হল বেলদা গঙ্গাধর একাডেমিতে
সোমবার,০৮/১০/২০১৮
773
বাংলা এক্সপ্রেস ---