ঘাটালের শীলাবতী নদীতে নিখোঁজ শিক্ষকের মৃতদেহ উদ্ধার


সোমবার,০৮/১০/২০১৮
474

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- নিখোঁজ শিক্ষকের হদিস মিলল ঘাটাল শীলাবতী নদীতে। গতকাল থেকে ঘাটাল কুশপাতার বাসিন্দা দিলীপ ঘোষ পেশায় শিক্ষক মর্নিং ওয়ার্ক করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। অাজ বেলা ১২ টার সময় স্থানীয় মানুষ দেখতে পায় ঘাটাল ব্রীজের কাছে বাঁশের ভেলায় অাটকে অাছে মৃতদেহ। তারপর থানায় খবর দেওয়া হলে বাড়ীর লোক অাসে মৃতদেহকে চিহ্নিত করে।                                                                                 পুলিশ সূত্রে জানা যায়, গতকাল থেকে নিখোঁজ ছিলেন ঘাটাল কুশপাতার বাসিন্দা দিলীপ ঘোষ(৫৭)। স্থানীয়রা আজ অজ্ঞাত ব্যক্তির দেহ ভাসতে দেখেন এবং পুলিশে খবর দেন। ঘাটাল থানার পুলিশ তাকে উদ্ধার করেন। থানায় নিখোঁজ ডায়েরি করে রাখার কারণে দিলীপ ঘোষের বাড়িতে খবর গেলে তারা এসে দেহ শনাক্ত করেন। পুলিশের প্রাথমিক অনুমান জলে পড়ে গিয়ে মারা যেতে পারে তবে, ময়না তদন্তের রিপোর্ট না এলে কী ভাবে মারা গেছে বলা যাবে না। সাধারন মানুষের একটাই প্রশ্ন কি ভাবে জলে পড়ে মারা যাবেন। অন্য কোন ঘটনা এর মধ্যে নেই তো! পরিবারের লোক জানিয়েছে গতকাল ভোর বেলায় বাড়ি থেকে বেরিয়ে অার অাসে নি। কিভাবে এরকম হল তারাও হতবাক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট