অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল খাকুরদা শাখার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও বিনাব্যয়ে ছানি অপারেশন


সোমবার,০৮/১০/২০১৮
658

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল খাকুরদা শাখার উদ্যোগে হলদিয়ার বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় কেন্দ্রের সহযোগিতায় পঞ্চম বর্ষের চক্ষু ছানির পরীক্ষা শিবির ও বিনাব্যয়ে ছানি অপারেশনের সেমিনার আয়োজিত হল রবিবার ।এদিন তিন শতাধিক রোগী সেমিনারে অংশগ্রহণ করেন ।এছাড়াও সুগারের আক্রান্ত রোগীদের রেটিনার ও পরীক্ষা করা হয় আধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের মাধ্যমে ।খাকুরদা বিবেকানন্দ যুব মহামন্ডল এর এই সামাজিক মূলক কর্মসূচি কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা ।                                                   সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন এই সংস্থা।তারই অঙ্গ হিসাবে আজকের এই আয়োজন বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক মধুসূদন বেরা ।এছাড়াও রক্তদান শিবির, দুঃস্থদের বস্ত্র দান, এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক প্রদান সহ নানা সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছে এই সংস্থা ।আগামী দিনে আরো বড় বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট