পশ্চিম মেদিনীপুর:- পেশায় বেসরকারী কোম্পানি তে চাকরি করেন, আজ তার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিলেন খড়গপুর শহরের সুভাষ পল্লী র বাসিন্দা তানিয়া চক্রবর্তী। খড়গপুর এর মালঞ্চ তে একটি হোমে বেশ কয়েকজন অসহায় , সহায় সম্বলহীন মানুষ দের সঙ্গে তিনি আজ কের দিন টি কাটালেন। শুধু কাটালেন না, তাদের সঙ্গে বসে উনি কেক কাটলেন, পাশাপাশি করলেন বস্ত্র বিতরণ। তানিয়া র এই মহৎ উদ্যোগ এর সাক্ষী হতে পাশে ছিলেন ওনার বাবা শঙ্কর চক্রবর্তী ও মা রিতা চক্রবর্তী। শঙ্কর বাবু জানান, মেয়ে তানিয়া প্রতি বছর জন্মদিন উপলক্ষে সমাজের নানা রকম গরীব মানুষ, পাশাপাশি যারা অবহেলিত ছেলে বা মেয়ে র কাছে, তাদের পাশে দাঁড়ায়। এতেই আনন্দ পায় তানিয়া চক্রবর্তী। আজ কেও একটি হোমে এ প্রায় ৭০ জন কে বস্ত্রবিতরণ করেন। আর স্বভাবতই মেয়ের আনন্দে খুশি বাবা ও মা।
নিজের জন্মদিন পালনে অভিনব উদ্যোগ খড়গপুর এর তানিয়া র
সোমবার,০৮/১০/২০১৮
462
বাংলা এক্সপ্রেস ---