পশ্চিম মেদিনীপুর:– ৬০নং জাতীয় সড়কে দুটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ২ জনের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার আঙ্গুয়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি আলু বোঝাই গাড়ির পেছনে সজোরে ধ্যাক্কা মারে দ্রুত গতিতে আসা আর একটি ট্রাক। এই ঘটনায় যে ট্রাকটি ধাক্কা মেরেছে তার চালক ও খালাসীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটির চালক পলাতক। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, জাতীয় সড়কগুলির ধারে যেখানে সেখানে ট্রাক পার্কিং করার জন্য বহুবার দুর্ঘটনা ঘটেছে। কিন্তু তবুও সচেতন নয় ট্রাক চালকেরা। এদিন ভোর পাঁচটা নাগাদ দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ঠিকমতো খেয়াল করতে না পেরেই প্রচন্ড গতিতে আসা ট্রাকটি দুর্ঘটনার মুখে পড়েছে। দাঁতন থানার পুলিশ মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকেও আটক করেছে।
জাতীয় সড়কে পথ দূর্ঘটনা মৃত দুই
রবিবার,০৭/১০/২০১৮
564
বাংলা এক্সপ্রেস---