রেডিওটা রেডিতো, আজ কাকভোরে মহালয়া


রবিবার,০৭/১০/২০১৮
1160

সুমন বিশ্বাস---

আপনার ঘরের কোনে যে রেডিওটা এতদিন পড়েছিল, আগামীকাল সে আবার জেগে উঠবে,মহালয়া প্রথম সম্প্রচারিত হয় এই বেতার মাধ্যমে। সহস্র বাঙালি এই দিন টির অপেক্ষায় থাকে সারা বছর জুড়ে। শুধু তাই নয় এই দিনটি থেকে শুরু হয় দেবী পক্ষের সূচনা।সব মিলিয়ে বাঙালির প্রানের উৎসব এর শুভ সুচনা হয় এই অনুস্টানের মাধ্যমে। বীরেন্দ্র কৃশ্ন ভদ্রের মন্ত্র উচ্চারণ এর মাধ্যমে শুরু হয় মহালয়া। এই মহালয়ার সাথে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ,ভাবনা ও চেতনা।শিউলি ফুলের সুবাসে মুখরিত ভুবন,বাতাসে পূজোর আমেজ,জানান দিচ্ছে মা আসছে।চারিদিকে খুশির আমেজ,আট থেকে আশি মেতে উঠবে এই দুর্গোৎসব এ।এই মহালয়ার ভোরে তর্পন করার রীতি প্রচলিত আছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট