দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ইসলামপুরে এসে তিনি বলেন, রাজ্যে জঙ্গলরাজ চলছে। পঙ্গু হয়ে গিয়েছে প্রশাসন। প্রশাসনিক আমলারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। সাধারণ মানুষ ভীত। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যু প্রসঙ্গে মন্ত্রী বলেন, চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে। গভীরে গিয়ে এই মামলার তদন্ত হওয়া উচিৎ। মানুষকে ভয় পাইয়ে রাজনীতি করা হচ্ছে।এদিকে এদিন মন্ত্রীর পাশাপাশি দিলীপ বাবু বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। ৩৫৬ ধারার দিকে এগোচ্ছে রাজ্য।
এদিন দাড়িভিট হাইস্কুল খোলার প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, আমরাও চাই স্কুল খুলে পঠন-পাঠন স্বাভাবিক হোক। কিন্তু স্কুলে গুলি চলেছে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয়রা সিবিআই তদন্ত চেয়েছে। প্রকৃত দোষীদের খুঁজে বের করা হোক। নাহলে মানুষ কিসের ভরসায় স্কুলে ছেলে-মেয়েদের পাঠাবে? আমরাও চাই পরিস্থিতি স্বাভাবিক হোক।