কলকাতা: সোনারপুর থানার অন্তর্ভুক্ত বোড়াল ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির শিশুদের নিয়ে শনিবার স্বাস্থ্য সচেতনতার উপর আলোকপাত করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি বছরের শুরু থেকেই চিল্ড্রেন ইন্টারন্যাশনাল ও সহায়-র উদ্যোগে এবং ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালনায় জীবাণু, নিজের শরীর পরিস্কার রাখা ও হাত ধোঁয়ার উপর গুরুত্ব আরোপ করে ১৫টি পরিবারের ৫-১১ বছরের শিশুদের নিয়ে ‘ওয়াস’ কর্মসূচি রূপায়িত হয়ে চলেছে। আজকের অনুষ্ঠানে নাচ,গান, নাটকের পাশাপাশি শিশু ও অভিভাবকদের জন্য বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুদের ও অভিভাবকদের শ্লোগান, ক্যুইজ সহ নাটক ও নাচের মাধ্যমে অনুষ্ঠানটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল। অনুষ্ঠানে উপস্থিত ইকনমিক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির প্রকল্প আধিকারিক শুভাশীষ গুহ তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে ‘ওয়াস’ প্রোগ্ৰামটির সম্পর্কে বিস্তারিত বলেন। এই প্রোগ্ৰামের মোটিভেটর রানী খাতুন এই কর্মসূচির সফলতার কাহিনী তুলে ধরেন। এছাড়াও এই অনুষ্ঠান থেকে উপকৃত পরিবার গুলির সদস্যরা তাদের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন। ই.আর.ডি.এস সংস্থার সমস্ত সমাজকর্মী, সি.এফ, শিশু, যুব ও অভিভাবকসহ কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন। সকলে একসঙ্গে জীবাণু মুক্ত থাকার শপথ গ্ৰহনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
হাত ধোঁয়া কেন দরকার? সচেতনতা মূলক অনুষ্ঠান বোড়ালে
শনিবার,০৬/১০/২০১৮
879
বাংলা এক্সপ্রেস ---