পশ্চিম মেদিনীপুর:- আজ থেকে ১২৫ বছর আগে যিনি বিশ্বের দরবারে আমেরিকার শিকাগো শহরে সর্বধর্ম সম্মেলনে ভারতের আত্মা কে তুলে ধরেন বক্তব্যের মাধ্যমে। যে বক্তৃতায় ফুটে উঠেছিল আমাদের দেশ ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। যাঁর বক্তব্যের মাধ্যমে ভারত কে এক উচ্চতায় নিয়ে গিয়েছেন। ভারতের সেই বীর সন্তান হলেন স্বামী বিবেকানন্দ। সেই বীর সন্তান বিবেকানন্দ এর ১২৫ বছর আগের বক্তৃতা আজও দেশের মানুষ এর কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আজ সেই বক্তব্যের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বিধাননগর দূর্গোৎসব সমিতি ও ৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর মৌ রায় উদ্দোগে স্থানীয় বিধাননগর মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অমারত্যনন্দজী মহারাজ । মহারাজ তাঁর বক্তব্যে স্বামী বিবেকানন্দকে এর আজকের দিনে কেন প্রয়োজন তা তুলে ধরেন এলাকার বাসিন্দাদের মধ্যে।
স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তী অনুষ্ঠান
শনিবার,০৬/১০/২০১৮
646
বাংলা এক্সপ্রেস ---