পশ্চিম মেদিনীপুর:- গত একুশে সেপ্টেম্বর মেদিনীপুর শহরের দেশবন্ধু নগরে ডাকাতির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। নির্দিষ্ট সূত্রে তাদের অবস্থান জানতে পেরে পুলিশ গ্রেফতার করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে তারা পুলিশের উপর আক্রমণ করেছিল। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করে ও চুরি যাওয়া সমস্ত মালপত্র উদ্ধার করে।সম্প্রতি মেদিনীপুর শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছিল। কয়েক মাসে বেশকিছু বাড়িতে চুরি সহ রাস্তাঘাটে মহিলাদের মোবাইল ও হার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। পুলিশ এই সমস্ত কিছুর বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিতে সফলতাও মিলেছে।একুশে সেপ্টেম্বর মেদিনীপুর শহরের দেশবন্ধু নগরের বাসিন্দা মনোজ মাইতির বাড়ি থেকে রাতের বেলা চুরি গিয়েছিল ষোল ভরি সোনার গহনাসহ মোবাইল ও অন্যান্য জিনিসপত্র। পরেরদিন কোতোয়ালি থানাতে অভিযোগ দায়ের করা হয়েছিল। এই চুরির পরে চোরের দল কয়েক দিন গা ঢাকা দিয়ে থাকলেও পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। পুলিশ তল্লাশি চালিয়ে জানতে পারে মেদিনীপুর শহরের সিপাই বাজারের বাসিন্দা দুই যুবক এই চুরির ঘটনায় জড়িত। চুরি যাওয়া মোবাইল এর ব্যবহার এর অবস্থান সূত্র ধরে বৃহস্পতিবার তাদের ঘেরাও করে ফেলে পুলিশ। পুলিশের কাছে ধরা পড়ার আগে অস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ এর চেষ্টাও করে তারা। কিন্তু পুলিশের কল কৌশলে শেষ পর্যন্ত তাদের ব্যর্থ হতে হয়। গ্রেপ্তার হওয়া দুই যুবককে শুক্রবার তোলা হচ্ছে মেদিনীপুর আদালতে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন ” চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের পুরনো রেকর্ড সহ আরও কে কে জড়িত রয়েছে সেগুলি দেখা হচ্ছে। উদ্ধার হয়েছে সমস্ত চুরি যাওয়া গহনা ও জিনিসপত্র।
জেলা পুলিশের বড় সাফল্য ষোল ভরি সোনার গহনা সহ দুই যুবক গ্রেফতার
শুক্রবার,০৫/১০/২০১৮
1591
বাংলা এক্সপ্রেস ---