উত্তর 24 পরগনার সভাধিপতি নির্বাচিত হলেন স্বরূপনগরের বীনা মন্ডল


শুক্রবার,০৫/১০/২০১৮
2058

বাংলা এক্সপ্রেস ---

বারাসত: বৃহস্পতিবার উত্তর 24 পরগনা জেলা পরিষদের বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো । বারাসতের জেলা পরিষদ হলে জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচন সম্পন্ন হয় ।
সর্বসম্মতিক্রমে জেলার সভাধিপতি নির্বাচিত হন বীনা মন্ডল । তিনি স্বরূপনগর বিধানসভার বর্তমান বিধায়িকা ও এবারের পঞ্চায়েত নির্বাচনে স্বরূপনগরের 13 নং জেলা পরিষদ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন । জেলার সহ সভাধিপতি নির্বাচিত হয়েছেন ব্যারাকপুর 2 নং থেকে জয়ী তৃণমূল কংগ্রেসের কৃষ্ণগোপাল ব্যানার্জী ।
এবারের পঞ্চায়েত নির্বাচনে উত্তর 24 পরগনার জেলা পরিষদের 57 টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেন ।

জেলা পরিষদের বোর্ড গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক অন্তরা আচার্য ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ।
নব নির্বাচিতা জেলা সভাধিপতি বীনা মন্ডল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে রাজ্যে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে, তা গাইড লাইন মেনে তিনি অব্যাহত রাখতে সচেষ্ট হবেন । উত্তর 24 পরগনা জেলায় যেসব কাজ বাকি আছে সেগুলো তিনি সম্পূর্ণ করে গোটা জেলাকে সাজিয়ে তুলবেন বলে তিনি আশা প্রকাশ করেন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট