বোমা বিস্ফোরণে গুরুতর আহত পুরসভার ঠিকা শ্রমিক


শুক্রবার,০৫/১০/২০১৮
468

বাংলা এক্সপ্রেস---

পুরসভার স্বশান পার্শস্থ রাস্তায় সেতু তৈরির কাজ চলাকালীন বোমা বিস্ফোরণে গুরুতর আহত পুরসভার ঠিকা শ্রমিক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 11 টা নাগাদ নদিয়ার কল্যাণী পৌরসভার 3 নাম্বার ওয়ার্ডের কাঁঠালতালা স্বশান এলাকায়। সেখানে স্বশান এর পাশ দিয়ে সাধারণ মানুষদের চলাচলের জন্য একটা সেতু তৈরির কাজ চলছিল। এই কাজের জন্য বেশ কয়েকজন শ্রমিক যখন কাজ করছেন তখন মাটি খুঁড়তে গিয়ে বস্তায় কোদাল আটকে যায় রতন দে নামে এক শ্রমিকের সেই বস্তা তুলতে গিয়েই হটাৎ ই বিস্ফোরণ ঘটে সেখানে। গুরুতর আহত হন ওই শ্রমিক। তৎক্ষণাৎ তাকে কল্যাণী জহর লাল মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান অন্যান্য শ্রমিক রা। সেখানেই আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন ওই শ্রমিক।

কল্যাণী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এলাকায় আতঙ্ক থাকায় সেখানে পুলিস পিকেটের পাশাপাশি এলাকায় আরো বোমা মজুত আছে কিনা সেটা তদন্ত করে দেখছে পুলিশ প্রয়োজনে বোম স্কোয়াড কেও আনা হতে পারে বলে পুলিশ সূত্রের খবর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট