ফরাক্কা ব্যারেজ সংস্কারের কাজ শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে


বৃহস্পতিবার,০৪/১০/২০১৮
544

বাংলা এক্সপ্রেস---

ফরাক্কাঃ ফরাক্কা ব্যারেজ সংস্কারের কাজ শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। দীর্ঘদিন ধরে ফরাক্কা ব্যারেজে সংস্কারের কোন কাজ না হওয়ায় বেহাল দশার দিকে এগোচ্ছিল। উত্তর বঙ্গের সঙ্গে একমাত্র যোগাযোগের মাধ্যম এই ফরাক্কা ব্রীজ। তাই তড়িঘড়ি এই ব্রীজ সংস্কারের কাজ শুরু করার জন্য তৈরী হল ফরাক্কা ব্যারেজ কতৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার মুকেশ কুমার ফরাক্কা গঙ্গা ভবনে একটি প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জঙ্গীপুর মহকুমা শাসক কৃর্তিকা শর্মা, ফরাক্কার আই সি উদয় শঙ্কর ঘোষ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।

বৈঠকে প্রশাসনিক কর্তারা শুক্রবার থেকে কাজ শুরু করার সিদ্ধান্ত নেন। পুলিস সুপার সাংবাদিকদের জানান যে “আগামী কাল থেকে এই ব্যারেজ সংস্কারের কাজ শুরু হচ্ছে, এই কাজটি ৩টি পর্যায়ে শেষ হবে। প্রথম পর্যায়ের কাজ শুরু হচ্ছে শুক্রবার থেকে। কাজ শুরুর সময় থেকে পণ্যবাহী ভারী গাড়ি গুলির যাতায়াত বন্ধ রাখা হবে, মালদা থেকেই গাড়ি যাতায়াতের ব্যাবস্থা বন্ধ করে রাখা হবে যাতে ভারী গাড়িগুলি এদিকে আসতে না পারে। কাজের সময় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই সময় গাড়ি চলাচল বন্ধ থাকবে, শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি, ছোট গাড়ি এবং জরুরী পরিষেবার গাড়িগুলিই শুধুমাত্র যাতায়াত করতে পারবে। বাকী ভারী গাড়িগুলিকে রাত্রে ছাড়া হবে। আগামী ৬মাসের মধ্যে ব্যারেজ সংস্কারের কাজ শেষ হবে বলে তিনি জানান। পুলিসি ব্যাবস্থা এবং ট্রাফিক ব্যাবস্থার উপর জোর দেওয়া হবে। লাগানো হবে বোর্ড এবং সি সি টি ভি ক্যামেরা। ঝাড়খন্ড এবং বিহার থেকে যান চলাচল নিয়ন্ত্রন করা হবে। এই বিষয়ে ওই দুই রাজ্যের প্রশাসনকে জানানো হয়েছে। যাতায়াতের সময় প্রতিটি গাড়িকে গতি নিয়ন্ত্রনের জন্য জানানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট