পশ্চিম মেদিনীপুর: কাউন্সিলরের ভাইকে ছুরি মারার অভিযাগে গ্রেপ্তার রাজু । পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক থেকে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেপ্তার করা হয় রাজুকে তাকে আজ মেদিনীপুর CJM আদালতে তোলা হয়। প্রসঙ্গত মেদিনীপুর কলেজের সামনে সুকদেব শাসপিল্লী নামে এক স্থানীয় যুবককে পিছন থেকে ছুরি মারে রাজু বাদা বলে অভিযোগ। আহত সুকদেব মেদিনীপুর পৌরসভার ১২নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপিতার টোটন শাসপিল্লীর খুড়তুতো ভাই। তৃণমূলের জেলা সহ সভাপতি বিশ্বনাথ পান্ডবের অভিযোগ, বিজেপির ডাকা ১২ ঘন্টার বন্ধের বিরোধিতা করাতেই চক্রান্ত করে বিজেপি খুন করার চেষ্টা করে শুকদেবকে।
পশ্চিম মেদিনীপুরে কাউন্সিলরের ভাইকে ছুরি মারার অভিযাগে গ্রেপ্তার রাজু
বৃহস্পতিবার,০৪/১০/২০১৮
487
বাংলা এক্সপ্রেস---