পশ্চিম মেদিনীপুর: আজ পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় ব্লক এ তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে একটি বিজেপি বিরোধী প্রতিবাদী মিছিল ও ধিক্কার সভার আয়োজন করা হয় । মিছিলের শ্লোগান ছিল সাম্প্রদায়িক বিভেদকারী ও খুনী বিজেপির বিরুদ্ধে গর্জে উঠুক বাংলা। তৃনমূল কর্মী দের মতে বাংলা কতটা গর্জে উঠবে জানিনা, সামান্য গোয়ালতোড় ব্লক এর মানুষ আর তৃনমূলের ডাকে সাড়া দিচ্ছে না। শেষ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বেশির ভাগই পঞ্চায়েত বিজেপি দখল করে জেলা নেতাদের অবিবেচকের মত সংগঠন পরিচালনা, লোকাল নেতৃত্বের আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া, অহংকার এর ফলে। কিছুদিন আগে মানিকদীপা ও চাতরা অঞ্চলে তৃণমূল কংগ্রেস এর কার্যালয় কে বা কারা আগুন সহযোগে ভাংগচুর ও লুটপাট করা হয়। অভিযোগে তীর বিজেপির বিরুদ্ধে হয়। তাই শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের দূর্বলতা ঢাকতে গোয়ালতোড় বাজারে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি, যুব সভাপতি রমা প্রসাদ গিরি, জেলা পরিষদ সদস্য শৈবাল গিরি, নির্মল ঘোষ, কাবেরী চট্টোপাধ্যায়, সাংসদ মানস রঞ্জন ভূঁইয়া, গোপাল সাহা, বিধায়ক আশীষ চক্রবর্ত্তী, শ্রীকান্ত মাহাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গোয়ালতোড় ব্লক এ তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে বিজেপি বিরোধী প্রতিবাদী মিছিল
বুধবার,০৩/১০/২০১৮
654
বাংলা এক্সপ্রেস---