পশ্চিম মেদিনীপুর: গত প্রায় ৩ দিন ধরে এটিএম বিভ্রাটের জেরে চূড়ান্ত নাকাল হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের দশগ্রাম সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।স্থানীয় সূত্রে দাবী, দশগ্রাম বাজার সংলগ্ন এলাকায় স্টেট ব্যাংকের এটিএমটি খারাপ হয়ে পড়ে রয়েছে। এটিএম-এর বোতামে সমস্যার জেরে টাকা তুলতে হিমশিম খেতে হচ্ছে গ্রাহকদের।এটিএমটিতে সমস্যা হওয়ায় ব্যাংকে লাইন দিয়ে টাকা তুলতে হচ্ছে। অভিযোগ ব্যাংকের কর্মীদের বারবার জানানোর পরেও বিষয়টিতে কোনও গুরুত্ব দেওয়া হয়নি এব্যাপারে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার দীপঙ্কর রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কবে সমস্যার সুরাহা হবে সে বিষয়ে সুস্পষ্ট ভাবে তিনি কিছুই জানাতে পারেননি।
এটিএম বিভ্রাট, চূয়ান্ত নাজেহাল সবংযের দশগ্রামের বাসিন্দারা
বুধবার,০৩/১০/২০১৮
572
বাংলা এক্সপ্রেস---