বহরমপুরঃ- ভারতীয় জনতা যুবমোর্চা মুর্শিদাবাদ দক্ষিন জেলা গণতন্ত্রের মৃতদেহ কাঁধে নিয়ে “বলো হরি হরি বোল” ধ্বনি দিতে দিতে গোটা বহরমপুর শহর পরিক্রমা করল। মঙ্গলবার দুপুরে বহরমপুর জেলা বিজেপি কার্যালয় থেকে এদিন এই অভিনব মিছিল বের হয়। মিছিলে অংশ নেন জেলা বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ সহ জেলা বিজেপি অন্যান্য নেতা কর্মীরা। তাদের অভিযোগ যে পশ্চিমবঙ্গে মানুষের গনতান্ত্রিক অধিকার নেই তাই তারা মনে করেন গনতন্ত্রের মৃত্যু হয়েছে। আর সেই কারনেই তাদের এই প্রতিবাদ মিছিল। এদিন জেলা বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ জানান যে, সারা বাংলা তথা মুর্শিদাবাদ জেলায় যে ভাবে গনতন্ত্রকে হত্যা করা হয়েছে, তাই আমরা গনতন্ত্রের শবদেহ নিয়ে মিছিল করেছি। গত ২৬শে সেপ্টেম্বর ছাত্র মৃত্যুর প্রতিবাদে যে বাংলা বনধ ডাকা হয়েছিল সেই বনধ মানুষ সতস্ফুর্ত ভাবে পালন করেছে এবং বনধ সফল হয়েছে। তাই তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জী রোষে পড়ে বিজেপি যুবমোর্চার সভাপতি দেবজিৎকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে লকাপে ভরেছে এবং এখন পর্যন্ত তাকে ছাড়া হয়নি। এছাড়াও মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রেও বনধের দিনে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীরা সবাই ছাড়া পায়নি। গনতন্ত্র রক্ষার জন্য পথে নেমে তাদেরকে অত্যাচার সহ্য করতে হচ্ছে। তাই তাদের এই অভিনব মিছিল বলে তিনি জানান।
ভারতীয় জনতা যুবমোর্চা মুর্শিদাবাদ দক্ষিন জেলা গণতন্ত্রের মৃতদেহ কাঁধে নিয়ে “বলো হরি হরি বোল” ধ্বনি
বুধবার,০৩/১০/২০১৮
478
বাংলা এক্সপ্রেস ---