বহরমপুরঃ- সারা দেশের সাথে মুর্শিদাবাদ জেলাতেও পালিত হল গান্ধী জন্মজয়ন্তী দিবস। মঙ্গলবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে জেলা কংগ্রেসের পক্ষ থেকে গান্ধী জন্ম জয়ন্তী পালন করা হয়। এদিন সকালে গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান করেন বহরমপুর সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়কগন এবং কংগ্রেসের নেতা নেত্রী এবং কর্মীরা।
সারা দেশের সাথে মুর্শিদাবাদ জেলাতেও পালিত হল গান্ধী জন্মজয়ন্তী দিবস।
বুধবার,০৩/১০/২০১৮
438
বাংলা এক্সপ্রেস ---