ঝাড়গ্রাম:- দেবীপক্ষের আগেই দুর্গার বোধন হয় ঝাড়গ্রামের রাজার পুজোয়! চারশো বছর ধরে চলে আসছে এই প্রথা। সেই জৌলুস আর নেই বটে, তবে ঝাড়গ্রামের মল্লদেব রাজ পরিবারের দেবী পুজোর নির্ঘন্টের পরিবর্তন হয় নি। জিতা অষ্টমীর পরের দিন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে মঙ্গলঘট স্থাপন করে দেবীর আমন্ত্রণ ও অধিবাস শুরু হয়ে যায় পিতৃপক্ষে। পুরনো আমলে রাজার গড় ঝাড়গ্রাম হল এখনকার অরণ্যশহরের পুরনো ঝাড়গ্রাম এলাকা। এখানেই রয়েছে রাজ বংশের কুলদেবী সাবিত্রীর মন্দির। মন্দিরের ভিতরে পৃথক চণ্ডীমণ্ডপে দুর্গাপুজোটি হয় পটে। আগে প্রাচীন পটটি ছিল শালপাতার ঝালরের উপর আঁকা। কয়েক শতাব্দী আগে প্রাচীন পটটি নষ্ট হয়ে যাওয়ায় এখন চণ্ডীমণ্ডপের দেওয়ালে চিত্রিত পটে দেবীর পুজো হয়। দেবীর নাম পটেশ্বরী।বুধবার কৃষ্ণপক্ষের নবমী তিথিতে শুরু হয়ে গেল দুর্গা পুজো। চলবে বিজয়া দশমী পর্যন্ত।
রাজ পরিবারের পুরনো দস্তাবেজ অনুযায়ী, ১০১৬ বঙ্গাব্দে মল্লদেব বংশের আদিপুরুষ রাজা সর্বেশ্বর এই পুজোর সূচনা করেন। সেই হিসেব অনুযায়ী, এবার এই পুজোর ৪১০ তম বর্ষ। পটে পুজো হওয়ার কারণ নিয়ে নানা মত রয়েছে।
জৌলুস হারালেও নির্ঘন্ট মেনে চলে ঝাড়গ্রাম রাজ পরিবারের পট পূজো
বুধবার,০৩/১০/২০১৮
702
বাংলা এক্সপ্রেস ---