মেদিনীপুর শহরে ভোজালির কোপ তৃণমূলের পুরপিতার ভাইকে


বুধবার,০৩/১০/২০১৮
475

বাংলা এক্সপ্রেস ---

পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুর শহরে ভোজালির কোপ তৃণমূলের পুরপিতার ভাইকে। অভিযোগ গতকাল মেদিনীপুর কলেজের সামনে সুকদেব শাসপিল্লী নামে এক স্থানীয় যুবককে পিছন থেকে ছুরি মারে রাজু বাদা বলে অভিযোগ। আহত সুকদেব মেদিনীপুর পৌরসভার ১২নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপিতার টোটন শাসপিল্লীর খুড়তুতো ভাই। তৃণমূলের জেলা সহ সভাপতি বিশ্বনাথ পান্ডবের অভিযোগ, বিজেপির ডাকা ১২ ঘন্টার বন্ধের বিরোধিতা করাতেই চক্রান্ত করে বিজেপি খুন করার চেষ্টা করে শুকদেবকে। আহত শুকদেবকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট