হুগলী : আবারও দুষ্কৃতিতান্ডব উত্তরপাড়া থানার কোন্নগর কানাইপুরে। এবারে ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ টাকা সহ মোবাইল ফোন নিয়ে চম্পট দিলো দুষ্কৃতিরা। আজ ভোররাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কানাইপুরের বাসাই অটো স্ট্যান্ডে। ভোর চারটে নাগাদ অটো স্ট্যান্ডে অটো ধরার জন্য বেশকিছু ব্যবসায়ী দাঁড়িয়ে ছিলো। অভিযোগ সেসময় বোম ও পিস্তল হাতে কয়েকজন দুষ্কৃতি সেখানে হাজির হয়। কিছু বুঝে ওঠার আগেই এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা নগদ টাকা সহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে অন্যান্যরা চিৎকার শুরু করে সকলে চম্পট দেয়। কাইপুর বিটহাউসে এবিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।
ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ টাকা সহ মোবাইল ফোন নিয়ে চম্পট
বুধবার,০৩/১০/২০১৮
678
সুমন করাতি---