হুগলি: স্বর্ণ ব্যবসায়ীকে বন্দুক দেখিয়ে ছিনতাই করল দুষ্কৃতীরা , হুগলির বৈদ্যবাটির মাটিপাড়া এলাকার ঘটনা। দোকান বন্ধ করে স্বর্ণ ব্যবসায়ী সুদর্শন আঢ্য বাড়ি ফিরছিল। সেইসময় হামলা চালায় মোটর সাইকেলে আসা তিন দুষ্কৃতী। বন্দুকের বাট দিয়ে মাথায় মেরে ব্যাগটি ছিনতাই করে পালায়। আহত ব্যবসায়ী স্থানীয় হাসপাতালে ভর্তি ।
বন্দুকের বাট দিয়ে মাথায় মেরে ছিনতাই করল দুষ্কৃতীরা
বুধবার,০৩/১০/২০১৮
481
সুমন করাতি---