হাওড়া বড়গাছিয়া রেলক্রসিংয়ে রাস্তা বেহাল অবস্থা উদাসীন প্রশাসন


বুধবার,০৩/১০/২০১৮
1150

বাংলা এক্সপ্রেস ---

আক্তারুল খাঁন, হাওড়া: হাওড়া জেলায় বড়গাছিয়া লেভেল ক্রসিং থেকে জগৎবল্লভপু্র যাওয়ার রাস্তাটি রেল ক্রসিংয়ের দুই প্রান্তে হাঁটু সমান গর্ত হয়ে গিয়ে গাড়ির যাওয়া একেবারে অযোগ্য হয়ে পড়েছে।এই রাস্তা দিয়ে হাওড়া ও হূগলীর দুই জেলার কয়েক হাজার যাত্রী নৃত্য দিন যাতায়াত করে।যেমন হূগলীর জাঙ্গিপাড়া, ফুরফুরা শরীফ,রাজবলহাট ও হাওড়ার উদয়নারায়নপুরের বাস, অটো, ট্রেকার সহ ও অন্যান্য ছোটো যানবাহন নৃত্য দিন যাতায়াত করে। জগৎবল্লভপুর শোভারানি কলেজ ও গ্রামীণ হাসপাতালে যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয়। সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে টোটো, অটো, ইঞ্জিন ভ‍্যান ও বাইক চলাচল করতে।

যে কোন মুহূর্তে গাড়ি পালটি খেয়ে বড় বিপদ ঘটে যাবার সম্ভাবনা থেকে যাচ্ছে। হাওড়া আমতা রুটে ট্রেন যাতায়াতের সময় রেলগেট পড়ে, যার ফলে লাইনের দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেই সময় এই রাস্তা পার হতে গিয়ে অসুবিধায় পড়ে যাচ্ছেন সাধারণ মানুষ। বর্ষার জল জমে গিয়ে চলাচল করা একেবারে অযোগ্য হয়ে পড়ছে। রাস্তায় বড়ো গর্তের কারনে পুজোর সময় মানুষের অজানা বিপদ ঘটার আশঙ্কা করছেন পথ চলতি সাধারণ মানুষ। রাস্তার বিপদজনক বেহাল অবস্থা জরুরি ভিত্তিতে সারায়ের আবেদন জানিয়েছেন এলাকার মানুষ। অথচ এই রাস্তা ধরে সর্বক্ষণ যাতায়াত করছেন পঞ্চায়েত কর্তা থেকে পুলিশ প্রশাসনের কর্তারা।তারা কী দেখে ও দেখে না?

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট