ডোমকলঃ- ডোমকলের গড়াইমারি বিশ্বাস পাড়ায় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে ভষ্মীভূত হল ৪টি বাড়ি। সোমবার দুপুর ১২টা নাগাদ আগুন লাগে গড়াইমারি এলাকার একাটি বাড়িতে। আস্তে আস্তে সেই আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী আরও ৩টি প্রতিবেশির বাড়িতে। ভয়াবহ আগুনে ওই ৪টি বাড়ির সমস্ত জিনিষ পত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রতিবেশিদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রায় কয়েক লক্ষ টাকা, আসবাবপত্র, কম্পিউটার এবং প্রয়োজনীয় জিনিষ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। যদিও আগুন লাগার ঘটনায় কোন আহত বা প্রানহানীর খবর পাওয়া যায়নি।
গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগে ভষ্মীভূত হল ৪টি বাড়ি
মঙ্গলবার,০২/১০/২০১৮
506
বাংলা এক্সপ্রেস ---