দাসপুরে মহাত্মাগন্ধীর পূর্ণায়ব মূর্তির অাবক্ষ উন্মোচন করে উদ্বোধন করেন জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র


মঙ্গলবার,০২/১০/২০১৮
483

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: জাতির জনক মহত্মা গান্ধীর জন্মদিন পালন করলো দাসপুরের চেঁচুয়া গোবিন্দ নগরের মহত্মা গান্ধী স্মারক স্মৃতি কমিটি। এদিন দুপুরে চেঁচুয়া গোবিন্দ নগরে মহাত্মাগন্ধীর পূর্ণায়ব মূর্তির অাবক্ষ উন্মোচন করে উদ্বোধন করেন জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র। এরপর মহত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন সৌমেন মহাপাত্র। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শ্যাম পাত্র, বিধায়ক মমতা ভূইঞা, তমলুক সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের সম্পাদক কৌশিক কুলভি, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, সুকুমার পাত্র প্রমুখ। উদ্বোধনের পর মন্ত্রী মহত্মা গান্ধীর বিভিন্ন দিক নিয়ে অালোকপাত করেন। স্বছ অভিযান তিনিই তখন সবরমতি নদীর জল অপরিস্কার না হয় তা বলেছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট