আবির


মঙ্গলবার,০২/১০/২০১৮
6688

সংহিতা---

আবির

তোর আকাশের এক ফালি রোদ
নাইবা হলাম আকাশ,
তুই তাকালে সবুজ পাতায়,
রঙ খেলে যায় বাতাস।
তোর জন্যই সবটা সাজাই,
খুব যতোনে এ মন,
হোকনা দুরের পথ তবুও,
কাটাবো সুখে জীবন।
নৌকো যেমন সান্ত পথেই,
ঘরে ফেরার টানে,
তোর বুকেতে কষ্ট আমার
লুকোস খুব যতোনে।
আমার আছে একটু চাওয়া,
তার,সবটা জুড়েই তুই।
তোর পৃথিবী অনেক বড়….
ভালবাসায় মানানসই।
পথের মাঝে চলতে গিয়ে,
হঠাৎ যদি ভুল বুঝিস!
আমার আমি থাকব ঠিকই,
তোর “আমায়” খুজিস…
হাতটা ধরিস শক্ত করে,
একলা পথেও নিবির,
ভালবাসার রঙে মেখেই,
দাগ কেটে যায় আবির

সংহিতা

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট