মেদিনীপুর শহরে এবার ভুয়ো ডাক্তারের হদিশ


মঙ্গলবার,০২/১০/২০১৮
461

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:–  ডাক্তার যখন ভুয়ো ডিগ্রী নিয়ে মানুষের চিকিৎসা করে তখন আর সেই ডাক্তারের ভগবানের রূপ থাকেনা। এমন ঘটনা ঘটেছে খোদ মেদিনীপুর শহরে।  সেখানেই পাওয়া গেল ভুয়ো ডাক্তারের হদিশ। পেশায় দন্ত চিকিৎসক । নাম তাপস কুমার ভুঁইয়া । পেশায় নামডাকে আর পাঁচটা সাধারণ ডাক্তারের থেকে কয়েকগুন এগিয়ে। কিন্তু ডাক্তারবাবুর যে দাঁতের চিকিৎসার কোনোও ডিগ্রী নেই সে কথাটি ঘুনাক্ষরেও বোঝার উপায় নেই। আর সেই সুযোগেই ডাক্তারবাবু চালাচ্ছে তার জাল ব্যবসা। রবিবার ডাক্তার দেখাতে গিয়ে ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন জানতে চাইলে তিনি জানান তিনি হোমিওপ্যাথিক ডাক্তার ।

দাঁতের ডাক্তার কিভাবে হলেন? প্রশ্নের সট উত্তরে বলেন নামজাদা ডাক্তারের অধীনে তার সাত মাসের প্রশিক্ষন । আর তাতেই তিনি নাকি রুট কেনাল থেরাপির মত সার্জারিতে বেশ পারদর্শী ।  খরচ মাত্র ‍দাঁত পিছু ৫০০০ টাকা। যদিও ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের দাবি কাউন্সিল রেজিস্টার্ড কোনো ডিগ্রী না থাকলে দাঁতের চিকিৎসা করা বেঅাইনি। ইতিমধ্যেই অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট