পশ্চিম মেদিনীপুর:- প্রতিদিনের মতোই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিল ছেলে। তবে এদিন বাড়িতে ঢুকেই তারশ্বরে বক্স বাজিয়ে শুরু করে উদ্দাম নৃত্য শুরু করে সে। রাতে পাড়া পড়শিরা তো বিরক্ত হবেই, সেই সঙ্গে বাড়িতে থাকাই দায় বাবা মায়েরও। তাই ছেলের এই ঔদ্ধত্ব সহ্য হয়নি মায়ের। ছুটে গিয়ে ছেলেকে এই ভাবে বক্স বাজিয়ে নাচ বন্ধ করতে বলেন মা।কিন্তু মায়ের এই বানী তখন অসহ্য ঠেকেছিল ছেলের। তাই ছুরি নিয়ে সোজা মায়ের পেটে চালিয়ে দিয়েছে ছেলেটি। উদ্যত ছেলেকে থামাতে এসে গুরুতর জখম হয়েছে বাবাও। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ছেলেটির বাবা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ পেয়ে গুণধর ছেলেকে আটক করেছে পুলিশ।
মদ্যপ ছেলের হাতে খুন হল মা এবং আহত বাবা
সোমবার,০১/১০/২০১৮
593
বাংলা এক্সপ্রেস---