দাসপুরে ট্রাক ও ডিসিএম মুখোমুখি সংঘর্ষ, অাহত ডিসিএমের চালক


সোমবার,০১/১০/২০১৮
530

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- দাসপুরে ট্রাক ও ডিসিএম মুখোমুখি সংঘর্ষ, অাহত ডিসিএমের চালক। ঘাটাল থেকে মেচোগ্রাম যাছিল মাল বোঝায় ডিসিএম গাড়িটি অন্যদিকে পাঁশকুড়া থেকে একটি ট্রাক অাসছিল। বৈকন্ঠপুর বকুলতলার মাঝে নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে ট্রাক ও ডিসিএম। স্থানীয় বাসিন্দা ও দাসপুর থানার পুলিশ ডিসিএমের চালককে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভর্তি করে। দূর্ঘটনার পর গাড়িগুলিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যায় দাসপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘাটাল মেচোগ্রাম রাস্তাটির অবস্থা বেহাল। প্রায় দিনই গাড়ি দাূর্ঘটনার কবলে পড়ছে। রাস্তা সারানোর উদ্যোগ চোখে পড়ছেনা। শুধু মাত্র এক এক জায়গায় সারানো হছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট