বাড়ী থেকে প্রেমের সম্পর্ক হয়ত মেনে নেবেনা, এই আশঙ্কায় যুগল আত্মঘাতী


সোমবার,০১/১০/২০১৮
496

বাংলা এক্সপ্রেস---

নদীয়া: বাড়ী থেকে প্রেমের সম্পর্ক হয়ত মেনে নেবেনা, এই আশঙ্কায় যুগলে আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রী। মৃত দুই জনের নাম অমিত প্রামানিক ও অনিমা মন্ডল। সোমবার সকালে নদীয়ার ভিমপুর থানার বাসবেরিয়া এলাকায় একটি বাগানের ভিতর থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করে ভিমপুর থানার পুলিশ।সূত্রের খবর,ভিমপুর থানার চাঁদেরপুর পাড়া এলাকার বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ছাত্র অমিত প্রামানিক (19)এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ভিমপুর থানার জামতলা পাড়া এলাকার বাসিন্দা অনিমা মন্ডলের।

এই দুই ছাত্র ছাত্রী রবিবার বিকেলে প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ী থেকে বেরিয়েছিল। এর পর সারারাত ওই দুই জন বাড়ী না ফেরায় তাদের খোঁজ শুরু করে তাদের পরিবার।আর সোমবার দুপুরে বাসবেরিয়া এলাকার একটি বাগান থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের পরিবারের অভিযোগ,ওই দুই ছাত্র ছাত্রীর মধ্যে যে প্রেমের সম্পর্ক ছিল তা পরিবারের কারোরই জানা ছিলনা। পুলিশের প্রাথমিক অনুমান,তাদের প্রেমের সম্পর্ক হয়ত তাদের পরিবার মেনে নেবেনা, এই আশঙ্কা থেকেই এই আত্মহত্যার ঘটনা।মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত দুই ছাত্রছাত্রীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

https://youtu.be/KYkr3oIO_9M

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট