চেয়ার টেবিল ভাঙচুর কলেজ অধ্যক্ষদের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের


সোমবার,০১/১০/২০১৮
485

বাংলা এক্সপ্রেস---

হরিহরপাড়াঃ- হরিহরপাড়া হাজী এ কে খান কলেজের চেয়ার টেবিল ভাঙচুর কলেজ অধ্যক্ষদের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। অভিযোগ দীর্ঘদিন ধরে কলেজে ঠিকঠাক ক্লাস হয় না, লাইব্রেরীতে বই ঠিকঠাক থাকে না, মেয়েদের কমন রুমে বাথরুম থাকলেও তা ব্যাবহারের অযোগ্য সেখানেও জলের অভাব এছাড়াও পানীয় জলের অভাব এবং পানীয় জলের ঘরে তালা বন্ধ, কলেজের অধ্যক্ষরা ঠিক মতো কলেজে আসেন না। ফলে ছাত্রদের সমস্ত ক্লাস হয়না। কলেজের ছাত্রছাত্রীরা জানায় যে তারা কলেজ কতৃপক্ষকে বারবার অনুরোধ করেছে কিন্তু তাদের অভিযোগ খতিয়ে দেখে আজ পর্যন্ত কোন ব্যাবস্থা নেয়নি কলেজ কতৃপক্ষ।

তাই শনিবার দুপুরে হরিহরপাড়া হাজী এ কে খান কলেজের ছাত্রছাত্রীরা তাদের কলেজ অধ্যক্ষদের ঘরে তালা বন্ধ করে রেখে কলেজে ভাঙচুর চালায়। কলেজের চেয়ার টেবিল ও অন্যান্য সরঞ্জাম ভেঙ্গে তছনছ করে দেয়। কলেজ ক্যাম্পাসে পড়ে থাকা গাড়ির টায়ারে আগুন লাগিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। হরিহরপাড়া থানার পুলিস ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি সামাল দেয়। তারপরেও বিক্ষোভ চলতে থাকলে হরিহরপাড়ার বিডিও পূর্ণেন্দু স্যান্যাল এসে ছাত্রছাত্রীদের আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেয়। যদিও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দ্রানী পাল এদিন কলেজে উপস্থিত ছিলেন না।

https://youtu.be/u06NGw1bIvI

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট