বাগড়ি মার্কেট থেকে সতর্কতা, পুজোয় অস্থায়ী ৩০টি দমকল কেন্দ্র শহরে


রবিবার,৩০/০৯/২০১৮
690

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: পুজোর মুখে বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাগড়ি মার্কেট। ক্ষতি কয়েক কোটি টাকার সামগ্রী। মাথায় হাত পড়েছে ব্যাবসায়ীদের। এবারের দুর্গোৎসবে এধরনের অগ্নিকান্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিয়ে সতর্ক প্রশাসন। অস্থায়ী ৩০টি দমকল কেন্দ্র তৈরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসলো কলকাতা পুরসভা। বৈঠকে উপস্থিত ছিলেন দমকল, পুলিশ, CESC র আধিকারিকরা।

শহরের রাস্তাগুলি ৮০ শতাংশ পিচ হয়ে গেছে। বাকি টা পুজোর আগেই হয়ে যাওয়ার আশ্বাস দেয় পুরসভা ।KMDA, PWD, KP, KMC, FIRE…পুলিশকে টাইম টু টাইম রাস্তা বা পাওয়ারকাটের খবর জানাতে বলার নির্দেশ। ৪২০০ বিদ্যুত সংযোগের আবেদন জমা পরেছে cesc তে। খিদিরপুর, বড়বাজার, মেটিয়াব্রুজ, গড়িয়া, টালিগঞ্জ, গড়িয়াহাট, কাকুরগাছি সহ ৩০ টি অস্থায়ী fire station বসানো হবে পুজোর সময়।

https://youtu.be/M-i7Uy9ZqR8

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট