ত্রিপুরা: আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে এককভাবে লরাই করবে এন সি গোষ্ঠী। আইপিএফটি দলের নেতা মঙ্গল দেববর্মা জানান, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই এককভাবে লরাই করবে আইপিএফটি। আইপিএফটি দলের নেতা মঙ্গল দেববর্মা জানান, বিজেপি তাদের সাথে কোন কথা না বললে যে কোন রাজনৈতিক দলের সাথেই জোট করতে প্রস্তুত আইপিএফটি। এদিকে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে আইপিএফটি যদি দুটি আসনেই পৃথকভাবে প্রার্থী দেয় তাহলে তাদের কোন আপত্তি নেই। তবে বিজেপি দুটি আসনেই প্রার্থী দেবে বলে জানা গেছে। এদিকে শুক্রবারে অধিক রাত্রি পর্যন্ত চলা বিজেপি-আইপিএফটির সমন্বয় কমিটির বৈঠকে রাজ্যের কয়েকটি ব্লকে বিএসি চেয়ারম্যান নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে তবে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয়নি। পরবর্তী বৈঠকে তা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
ত্রিপুরায় লোকসভা নির্বাচনে দুটি আসনে এককভাবে লরাই সিদ্ধান্তে অনড় আইপিএফটি
শনিবার,২৯/০৯/২০১৮
539
প্রসেনজিৎ দাস---