কলকাতা: সারাজীবন চাকরি করার পর অবসরের পরের অভিজ্ঞতা সুখকর নয়, এমন মানুষের সংখ্যা কম নয়। অবসরের পর কাগজপত্র তৈরী হতে কেটে যায় বছর! ফাইল আটকে থাকে লাল ফিতের ফাঁসে। এমন অনেকই আছেন যাঁদের জুতোর সোল ক্ষয়ে যায় এক ঘর থেকে আর এক ঘরে ছুটতে ছুটতে। অবসরের পর তাঁর নায্য সুযোগ সুবিধা পেতে তাই হা পিত্যেস করে অপেক্ষায় থাকতে হয়। এবার নড়েচড়ে বসল রাজ্য সরকার। রাজ্য সরকারী কর্মীদের অবসরের ৬ মাস আগেই অবসর সংক্রান্ত ফাইল তৈরি করার নির্দেশ দিল নবান্ন। নির্দেশ অর্থ দফতরের পক্ষ থেকে। সব দফতরকে এই নির্দশ দেওয়া হল শুক্রবার। আগামী ৬ মাসের মধ্য যারা অবসর নেবেন তাদের চাকুরী সংক্রান্ত সব details report পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আর জুতোর সোল ক্ষয় নয়, অবসরের আগেই তৈরী হয়ে যাবে ফাইল
শুক্রবার,২৮/০৯/২০১৮
759
বাংলা এক্সপ্রেস---