বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন সুকুমার অধিকারী


শুক্রবার,২৮/০৯/২০১৮
465

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ– বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন সুকুমার অধিকারী। দীর্ঘ কয়েকদিন ধরে সভাপতি পদের জন্য বিভিন্ন নাম শোনা যাচ্ছিল। অবশেষে কোন ভোটাভুটি ছাড়ায় সর্ব সম্মতি ক্রমে মুর্শিদাবাদ হোলসেল কনজিউমার কোওপারেটিভ সোসাইটির সভাপতি সুকুমার অধিকারীকে বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পদে নিযুক্ত করা হল। মঙ্গলবার দুপুরে বহরমপুর বিডিও অফিসে আসেন বহরমপুর পঞ্চায়েত সমিতির ৪৮জন সদস্য। যদিও বহরমপুর পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা ৫১জন। এদিন ৩জন সদস্য বোর্ড গঠনে যোগদান করেন নি।

বহরমপুর বিডিও অফিস সংলগ্ন এলাকায় সকাল ১০টা থেকে ১৪৪ধারা জারি রাখা হয়েছিল। এদিনের বোর্ড গঠন ঘিরে পুলিসের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তার মধ্যে দিয়ে সুষ্ঠ ভাবে এদিন সভাপতি পদ গঠন সম্পন্ন হয়। বহরমপুর পঞ্চায়েত সমিতির নব নিযুক্ত সভাপতি সুকুমার অধিকারী জানান যে তারা মুখ্যমন্ত্রীর আদর্শ মেনে উন্নয়নে সামিল হবেন এবং মানুষের পাশে থেকে মানুষকে সমস্ত পরিষেবা প্রদান করবেন। এতদিন ধরে পঞ্চায়েত সমিতিতে যে কাজ গুলো সম্পন্ন হয়নি সেই কাজগুলি দ্রুততার সহিত সম্পন্ন করা হবে। দলীয় কর্মীরা ফুলের মালা দিয়ে নব নিযুক্ত সভাপতি সুকুমার অধিকারীকে বরন করে নেন। সহকারী সভাপতি হলেন আসিফ সেখ।

https://youtu.be/0SR-HMxfes8

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট