ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের


শুক্রবার,২৮/০৯/২০১৮
485

বাংলা এক্সপ্রেস---

হরিহরপাড়াঃ– ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মৃত স্কুল ছাত্রের নাম সাজিবুর মন্ডল(১২)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হরিহরপাড়া থানার তাজপুর এলাকায়। এদিন মৃত ছাত্র তার নিজের বাড়ি তাজপুর থেকে সাইকেলে চড়ে দিদার বাড়ি প্রদীপডাঙ্গা বেড়াতে যাচ্ছিল। সেই সময় পিছন দিক থেকে আসা একটি পাথর বোঝায় ট্রাক ওই ছাত্রকে ধাক্কা মারে।মৃত ছাত্রের বাড়ি হরিহরপাড়ার তাজপুর গ্রামে। সে প্রদীপডাঙ্গা MSK স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র বলে জানা গিয়েছে। ঘাতক ট্রাকটি ভাকুড়ি থেকে পাথর বোঝায় করে রামপাড়ার দিকে যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনাটি ঘটে।

চলন্ত ট্রাকের ধাক্কায় ছাত্রটি ট্রাকের তলায় পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের। পুলিস ঘাতক ট্রাকটিকে আটক করলেও চলক পলাতক বলে জানা গিয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছাত্র মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট